মাঝ আকাশে ২২২ জন যাত্রী সহ বিপাকে বিমান

author-image
Harmeet
New Update
মাঝ আকাশে ২২২ জন যাত্রী সহ বিপাকে বিমান

নিজস্ব সংবাদদাতাঃ মাঝ আকাশে ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান। ২২২ জন যাত্রী নিয়ে শারজা থেকে কোচি  অভিমুখে আসছিল বিমানটি। মাঝ আকাশে আচমকাই বিমানটির হাইড্রলিক ফেলিওর  হয় বলে খবর মেলে। আর তারপরই কোচি বিমানবন্দরে জারি করা হয় হাই অ্যালার্ট।