নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের বেলতলা এলাকায় কিন্নর সমাজের প্রতিনিধি মারিয়া মন্ডল সহ আরো কয়েকজনের উপর হামলা চালায় কিন্নর সমাজেরই সুবর্ণা ও তার দলবল। অভিযোগ এমনটাই। সুবর্ণার বিরুদ্ধে এর আগে একটি খুন ও দুটি শিশুকে হত্যার অভিযোগ রয়েছে। শুক্রবার সুবর্ণা ও তার দলবল বেলতলা এলাকায় মারিয়া মন্ডলকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ এবং আরো কয়েকজনের কাছে থাকা টাকা, মোবাইল, সোনার গহনা সুবর্ণা ও তার দলবল ছিনিয়ে নেয় বলে অভিযোগ। মারিয়া মন্ডলকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিন্নর সমাজের মারিয়া মন্ডলের অনুগামীরা সুবর্ণা সহ তার অনুগামীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন পুলিশের কাছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে বেলতলা এলাকায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদি সুবর্ণাকে দ্রুত গ্রেফতার করা না হয় তাহলে প্রয়োজনে যতদূর যেতে হয় ততোদূরেই যাবেন বলে তারা জানান। বেলতলার এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকাতেও কিন্নর সমাজের দুই গোষ্ঠী ঝামেলায় জড়িয়ে পড়ে। বাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ।