সংসদ ভবনের চত্ত্বরে দেখানো যাবে না বিক্ষোভ

author-image
Harmeet
New Update
সংসদ ভবনের চত্ত্বরে দেখানো যাবে না বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতাঃ সংসদে অসাংবিধানিক ভাষার পর এবার নতুন ঘোষণা করল লোকসভা সচিবালয়। এই সচিবালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সংসদ চত্ত্বরে দেখানো যাবে না ধরনা-বিক্ষোভ। এছাড়া করা যাবে না কোনও অনশন কর্মসূচি। 



এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, 'সাংসদদের অধিকারে হস্তক্ষেপের চেষ্টা চলছে। এভাবে বিরোধীদের আটকে রাখা যাবে না। বিরোধীদের প্রতিবাদ করতেই হবে। সুকান্ত মজুমদার সংসদীয় রীতিনীতি জানেন না।'