New Update
/anm-bengali/media/post_banners/9oskzWx1SgAmXcohGDKt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সংসদে অসাংবিধানিক ভাষার পর এবার নতুন ঘোষণা করল লোকসভা সচিবালয়। এই সচিবালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সংসদ চত্ত্বরে দেখানো যাবে না ধরনা-বিক্ষোভ। এছাড়া করা যাবে না কোনও অনশন কর্মসূচি।
এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, 'সাংসদদের অধিকারে হস্তক্ষেপের চেষ্টা চলছে। এভাবে বিরোধীদের আটকে রাখা যাবে না। বিরোধীদের প্রতিবাদ করতেই হবে। সুকান্ত মজুমদার সংসদীয় রীতিনীতি জানেন না।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us