New Update
/anm-bengali/media/post_banners/eLblVz6NaOY10bonTHBp.jpg)
নিজস্ব সংবাদদাতা: সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে পোঁছে গেলেন পিভি সিন্ধু। ১৭-২১, ২১-১১, ২১-১৯ গেমে চিনের প্রতিপক্ষ হান ইউয়ের বিরুদ্ধে জয়লাভ করেছেন তিনি। যার ফলে সিঙ্গাপুর ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন ভারতের এই তারকা খেলোয়াড়। শুরুর দিকে মনে হয়েছিল সিন্ধু হয়তো ম্যাচটি হাতছাড়া করতে পারেন। কারণ, ম্যাচের এক পর্যায়ে ১৫ পয়েন্টে টাই হওয়ার পর প্রথম গেমটি হেরে গিয়েছিলেন তিনি। পাল্টা মার দেন পরের দু'টি গেমে। পরপর দুটি গেমে প্রতিপক্ষকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে পিভি সিন্ধু।
Well played @Pvsindhu1 😍
🇮🇳 PV Sindhu beat Han Yue 🇨🇳 to enter the #SingaporeOpen2022 semifinal.#SingaporeOpen2022#SingaporeOpenSuper500#IndiaontheRise#Badmintonpic.twitter.com/TQdBgi6W9G— Satish Tripathi (@SatishTripathi_) July 15, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us