New Update
/anm-bengali/media/post_banners/1b7j2GgY5Mur77FDYor7.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার দুই ফুটবলার । দক্ষিণ আফ্রিকার ফুটবল সংস্থা জানিয়েছে, টোকিও অলিম্পিক ভিলেজে পৌঁছানোর পর দক্ষিণ আফ্রিকার অলিম্পিক ফুটবল দলের তিনজন সদস্য কোভিড-১৯ পরীক্ষায় টেস্ট পজিটিভ এসছে। দলের ম্যানেজার এমক্সোলিসি সিবাম রবিবার সংবাদ বলেন, 'আমাদের এখানে ক্যাম্পে কোভিডের তিনটি মামলা ধরা পড়েছে। তাঁদের মধ্যে হলেন দুজন খেলোয়াড় এবং একজন কর্মকর্তা।'
এই দুই ক্রীড়াবিদ হলেন ফুটবলার থাবিসো মোনিয়ানে এবং কামোহেলো মাহলাতসি এবং এই কর্মকর্তা ভিডিও বিশ্লেষক মারিও মাশা বলে সমিতি জানিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us