New Update
/anm-bengali/media/post_banners/Y4VFFUEF23E3Xk4PFR7O.jpg)
দিগবিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ আজ ডেবরা থানায় হঠাৎ হাজির হলেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। থানায় ঢোকার মুখেই এক মহিলাকে জিজ্ঞাসা করেন, “কি সমস্যা?”। কাঁদতে কাঁদতে ওই মহিলা সরাসরি অভিযোগ জানালেন পুলিশ সুপারকে। তৎক্ষনাৎ পুলিশ সুপার টেবিল অফিসারকে নির্দেশ দেন ব্যাবস্থা নেওয়ার জন্য। এক প্রকার ধমকের সুরেই তিনি বলেন গুরুত্বপূর্ণ অভিযোগ আগে দেখতে হবে। ডেবরা থানায় ঢুকে তিনি আর কি বললেন রইলো ভিডিও। দেখুন -
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us