শহরে টোটোর দৌরাত্ম্য, জেলাশাসকের অফিসের সামনে অটো রেখে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
শহরে টোটোর দৌরাত্ম্য, জেলাশাসকের অফিসের সামনে অটো রেখে বিক্ষোভ

নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুরঃ বর্তমানে মেদিনীপুর শহরের রাজপথগুলির দখল নিয়েছে কার্যত টোটোরা। প্রতিদিন টোটোর দৌরাত্ম্যে অটো কার্যত নিশ্চিহ্ন হতে বসেছে। পাশাপাশি শহর জুড়ে রাস্তায় যানজটের সৃষ্টি হয় টোটোদের জন্য। বৃহস্পতিবার এই কারণে অটো ইউনিয়নের পক্ষ থেকে মেদিনীপুর জেলাশাসকের দফতরের সামনে অটো দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ দেখানো হয়। 


অটো ইউনিয়নের সভাপতি সিরাজ আলী বলেন, “২০১৫ সাল থেকে এই টোটোর সমস্যা দেখা দিচ্ছে। বারবার প্রশাসনের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই একপ্রকার বাধ্য হয়েই জেলা শাসকের দফতরের কাছে বিক্ষোভ দেখালাম আমরা”। তিনি জানান, কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করেই শহর এবং শহরতলীর অনেক দূর-দূরান্ত থেকে প্যাসেঞ্জার তুলে নিচ্ছে টোটো চালকরা। 


তাতে ভাটা পড়েছে অটো চালকদের ব্যবসায়। অটোর রুট নির্ধারণ করা রয়েছে সরকারের পক্ষ থেকে। টোটোদের কোনও রুট নেই। তাই তারা নিয়ম-নীতি ভেঙে প্যাসেঞ্জার তুলে ব্যবসা করছে বলে অভিযোগ করেন অটো ইউনিয়নের সভাপতি। এরফলে বৃহস্পতিবার দুপুরে জেলা শাসকের দফতরের সামনে রাজপথে যানজট সৃষ্টি করে বিক্ষোভ দেখান তারা। পাশাপাশি জেলা শাসকের কাছে লিখিতভাবে তারা স্মারকলিপি জমা দেন।