New Update
/anm-bengali/media/post_banners/8o7qnBYhSInxSYFN3Myt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গুলির শব্দে কেঁপে উঠল উপত্যকা। সোপিয়ানে সেনার গুলিতে খতম হয়েছে দুই লস্কর জঙ্গি। কাশ্মীর পুলিশের ইন্সপেকটর জেনারেল বিজয় কুমার জানান, নিহত ওই জঙ্গির নাম ইসফাক দার আলিয়াস আবু আক্রম। ২০১৭ সাল থেকেই উপত্যকায় সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল ইসফাক। বর্তমানে সে লস্কর-ই-তৈবার কমান্ডার পদে ছিল। তিনি টুইট করেও এই সাফল্যের কথা জানান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us