New Update
/anm-bengali/media/post_banners/imWHxLaU0umQZKmb5vEZ.jpg)
নিজস্ব প্রতিনিধি-বালুচিস্তানের বিখ্যাত পর্যটন স্থান জিয়ারাত থেকে একজন সরকারি কর্মকর্তাসহ দুই পর্যটককে অপহরণ করা হয়েছে।
সূত্রের খবর, বুধবার ওয়ারচম এলাকা থেকে সশস্ত্র ব্যক্তিরা দুই পর্যটককে তুলে নিয়ে যায়।তবে অস্ত্রধারীরা সেই পর্যটকদের পরিবারের সদস্যদের ছেড়ে দেন। অপহৃত পর্যটকরা করাচির বাসিন্দা এবং ঈদুল আজহার আগের দিন শহরে বেড়াতে গিয়েছিল বলে জানা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us