নিজস্ব সংবাদদাতা: জ্বরে ভুগছেন প্রথমে। তীব্র মাথা যন্ত্রণায় কাতর হচ্ছেন মানুষ। আর নাক দিয়ে গলগল করে বেরিয়ে আসছে রক্ত। এমনই কিছু অদ্ভুত উপসর্গে ভর করে ভযানক রোগ হানা দিচ্ছে মানব শরীরে। চিকিৎসকরা বুঝতেই পারছেন না, আসলে রোগের সমস্যাটা কোথায়। কেন, কী থেকে এই রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, আর সেই কারণেই বিপদের মুখে পড়তে হচ্ছে আক্রান্তদের। আফ্রিকা মহাদেশেই শুরু হয়েছে এই নতুন রোগ।