New Update
/anm-bengali/media/post_banners/liATPQ81PdUrZzf9iEcH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গ্রীষ্ম, বাদল এবং শীতকালীন অধিবেশনে সংসদের দুই কক্ষই বিরোধীদের সমালোচনায় উত্তপ্ত হয়ে উঠেছিল। কেন্দ্রের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল একাধিক অসংসদীয় ভাষা। এবার তা রুখতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘ তালিকার একটি বই প্রকাশ করেছে লোকসভা সেক্রেটারিয়েট, যেখানে বলা হয়েছে সংসদে ব্যবহার করা যাবে না একাধিক শব্দ। যেমন দুমুখো, জুমলাবাজ, দুর্নীতিগ্রস্ত, শকুনি, নিজের ঢাক নিজে পেটানো,নাটক, নিষ্কর্মা, বিশ্বাসঘাতক, কালা দিন, অযোগ্য, স্নুপগেট, চোরের মায়ের মতো বড় গলা, স্বৈরতান্ত্রিক, স্বেচ্ছাচারীর মতো শব্দ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us