আন্ডারপাস নির্মাণের সময় মর্মান্তিক মৃত্যু চার শ্রমিকের

author-image
Harmeet
New Update
আন্ডারপাস নির্মাণের সময় মর্মান্তিক মৃত্যু চার শ্রমিকের

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে একটি আন্ডারপাস নির্মাণের সময় ধানবাদের হাওড়া-দিল্লি রেললাইনে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল চার শ্রমিকের। এই ঘটনার জেরে চারটি ট্রেন বাতিল করা হয় এবং এক ডজনেরও বেশি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়। দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও রেলে চাকরির আশ্বাস পায়ার পর গ্রামবাসীরা তাদের প্রতিবাদ প্রত্যাহার করে। জানা যায়,প্রধানকান্ত রেলওয়ে স্টেশন এবং সিন্দ্রি রেল লাইনের মধ্যে নির্মাণাধীন আন্ডারপাসে ছয় বেসরকারি ঠিকাদার কর্মচারী কাজ করছিলেন।পার্শ্ববর্তী লাইন থেকে একটি পণ্যবাহী ট্রেন পার হওয়ার সময় অংশটি ভেঙে পড়ে এবং আন্ডারপাস নির্মাণের সময় ১০ ফুট নিচে কাজ করা শ্রমিকদের উপর মাটি পড়ে। তাদের ওপর মাটি ও কাদা পড়লে তাদের মৃত্যু হয়।মঙ্গলবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধানবাদ জেলা সদর থেকে প্রায় ১৩.৪ কিলোমিটার দূরে বালিয়াপুর থানার আওতাধীন ছাতাকুলি এলাকায়। 

কর্তৃপক্ষের মতে, আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সিন্দ্রি মহকুমা পুলিশ অফিসার (এসডিপিও) অভিষেক কুমারের মতে, শ্রমিকরা সবাই বালিয়াপুর থানা এলাকার কুলহি গ্রামের বাসিন্দা।