​নিজস্ব সংবাদদাতাঃ রবিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন অমিতাভ বচ্চন। সঙ্গে লেখেন, 'এই ছবিতে ১৯৬৯ সালের। 'রেশমা ও শেরা' ছবিতে এটাই আমার লুক ছিল। আমি মনোনীত ও হয়েছিলাম।' অমিতাভের এই ছবিতে ভালোবাসা জানান অনেক বলিউড তারকাই। আর তার মধ্যে অন্যতম ছিলেন সোনু সুদ। এছাড়াও রণবীর সিংহ ও অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা। তবে সমস্যা শুরু হয় নেটিজেনদের কমেন্টকে ঘিরেই।