New Update
/anm-bengali/media/post_banners/zyIXEShuTvW6eD1yGfdP.jpg)
নিজস্ব প্রতিনিধি-লাফিয়ে বাড়ছে ত্রিপুরায় কোভিড আক্রান্তের সংখ্যা, আজ একদিনেই ১৭৬ জন আক্রান্ত।এবারে করোনাকে হার মানাতে এগিয়ে এসেছেন ত্রিপুরা পুলিশ।
​
ইতিমধ্যেই রাজ্যজুড়ে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক।আজ ত্রিপুরার গোমতী জেলার, বীরগঞ্জ এর অফিসার ইনচার্জ পিএস এবং নতুন বাজার এর পিএস কোভিড এর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসাধারণকে মাস্ক এবং লিফলেট সরবরাহ করছেন।সেই সঙ্গে সেই জেলার তইদু পিএস এবং রাধা কিশোর পুর পিএস এর পক্ষ থেকেও কোভিড প্রতিরোধে জনসাধারণকে মাস্ক সরবরাহ করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us