নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে দেশ ছাড়ার পর শ্রীলঙ্কায় অচলবস্থা, বিক্ষোভ চরমে ওঠায় দেশে জারি হয়েছে জরুরী অবস্থা। কিন্তু এরপরেও থামছে না বিক্ষোভ। দেশজুড়ে চলা বিক্ষোভ, চরম অচলাবস্থায় এবার বন্ধ হয়ে গেল শ্রীলঙ্কার জাতীয় টিভি নেটওয়ার্ক। শ্রীলঙ্কার রূপবাহিনী কর্পোরেশনের দখল নিয়েছে বিক্ষোভকারীরা ফলে সরাসরি সম্প্রচার বন্ধ করে দিতে হল। এর ফলে দেশের সরকার বা প্রশাসনের কোনও বক্তব্য বা সরকারী খবর জানার আর কোনও সুযোগ থাকছে না।