/anm-bengali/media/post_banners/794PtSRtvwAfY07ib2ws.jpg)
নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর: দুর্ঘটনায় জখম বাইক আরোহী। যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের নিউ সোনপুর এলাকায়।
সকাল আটটা নাগাদ পাণ্ডবেশ্বর থেকে হরিপুর যাওয়ার রাস্তার নিউ সোনপুর এলাকায় দুর্ঘটনায় দুই বাইক আরোহী জখম হন। একজন মুর্শিদাবাদের বড়ুয়া থানার অন্তর্গত আকমবাগ গ্রামের বাসিন্দা সমিরুল সেখ, আরেকজন পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত সোনপুর গ্রামের বাসিন্দা সুকুমার ঘোষ। জানা গিয়েছে, সমিরুল বাইক চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। এর ফলে ঘটে এই দুর্ঘটনা।
ঘটনায় মারাত্মকভাবে জখম হন সোনপুরের সুকুমার ঘোষ। তিনিও বাইক নিয়ে যাচ্ছিলেন। অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটে। মারাত্মক জখম সুকুমারবাবু । তড়িঘড়ি চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। এরপরই যান নিয়ন্ত্রণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। অভিযোগ, রাস্তাটি দুর্ঘটনা প্রবণ। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তাটিতে স্পিড ব্রেকার বসানোর দাবি জানান বিক্ষোভকারীরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও পাণ্ডবেশ্বর থানার ট্রাফিক ওসি শিব নন্দনদুবে। ঘন্টাখানেক পর পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ। বসানো হয় চারটি ব্যারিকেড।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us