New Update
/anm-bengali/media/post_banners/Ax1J7KFrhRo38IFfGxgo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। গুজরাটের বহু জায়গায় প্রবল বর্ষণের জেরে বন্যার মতো পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফর কয়েক দিনের জন্য পিছিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর ১৫ জুলাই অর্থাৎ শুক্রবার গান্ধীনগর এবং সবরকাঁথা সফর করার কথা ছিল। সূত্র মারফত এমনটাই শোনা যাচ্ছে।
গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক-সিটি (গিফট), গান্ধীনগরের ইন্টারন্যাশনাল বুলিয়ন এক্সচেঞ্জ সেন্টার এবং ভারতের প্রথম ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টার (আইএফএসসি) সদর দপ্তর এবং সাবারকাঁথায় বড় বড় পাবলিক ওয়ার্কস প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল তার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us