New Update
/anm-bengali/media/post_banners/jyVopVY5Nrf4CVYJ0e3h.jpg)
নিজস্ব প্রতিনিধি-অভিনেতা অর্জুন কপূরের হাতে কিছু উত্তেজনাপূর্ণ প্রকল্প রয়েছে। অভিনেতা বর্তমানে দ্য লেডিকিলারে কাজ করছেন এবং এমনকি এক ভিলেন রিটার্নস-এর প্রচার করছেন।
এই লাইনআপের মধ্যেই, তিনি বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজের ডেবিউ প্রোজেক্ট কুত্তেতেও কাজ করবেন।সাম্প্রতিক এক আড্ডায়, অর্জুন একজন নবাগত পরিচালকের সঙ্গে হাত মেলানোর ব্যপারে মুখ খুলেছিলেন।তার প্রজেক্ট সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "আমি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। এটাই আমাকে 'দ্য লেডি কিলার' এবং 'কুত্তে' (সই) করতে প্ররোচিত করেছিল। আমি আসমানের সঙ্গে মজা করে বলেছিলাম, 'বাপ নে কামিনে বানাই, বেটা' কুত্তে বানা রাহা হ্যায়।"
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us