/anm-bengali/media/post_banners/SZ49k9BIld5xWJvUy4uG.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর:রাত থেকে মুষলধারে বৃষ্টি আর সেই বৃষ্টিকে উপেক্ষা করে ভিজে গায়েই ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে প্রচুর মানুষ।
ভ্যাকসিন পেতে গিয়ে এমনই চরম হয়রানির ছবি দেখা গেলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের ভ্যাকসিনেশন সেন্টারে।রাত থেকে লাইন দিয়ে সকালে ভ্যাকসিন পেতে হুড়োহুড়ি পড়ে যায় এই টিকাকরণ কেন্দ্রে। রবিবার গভীররাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় চন্দ্রকোনায়,একনাগাড়ে চলা প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে কাউকে ছাতা মাথায় আবার কেউ কেউ ভিজে ঠায় দাঁড়িয়ে ভ্যাকসিন সেন্টারের লাইনে।এই দুর্যোগে এত দুর্ভোগ পোহাতে হচ্ছে ভ্যাকসিন নিতে আসা মানুষজনের। তাদের দাবি,হাসপাতালে পরিকাঠামোর অভাব, ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়ানোর জায়গায় মাথার উপর ছাত নেই,খোলা আকাশের নিচেই রাত থেকে লাইন দিতে হচ্ছে ভ্যাকসিন নিতে আসা মানুষজনকে। রাত থেকে লাইন দিয়ে সকালে সেন্টার খুললে কুপন নিলে তবেই মিলবে ভ্যাকসিন।তাই এই প্রচন্ড দুর্যোগকে মাথায় নিয়েও ভ্যাকসিন নিতে আসা মানুষজনের এমনই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us