New Update
/anm-bengali/media/post_banners/lSPHinhxrA7qCTK2Stba.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বরিস জনসনের পরিবর্তে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ৮ জন প্রতিযোগী লড়াই করবেন। ইতিমধ্যেই এই লড়াই থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন প্রাক্তন স্বাস্থ্য সচিব সাজিদ জাভেদ এবং পররাষ্ট্র দফতরের মন্ত্রী রেহমান চিশতি।
লড়াইয়ের ময়দানে থাকা ৮ জন প্রার্থীর কাছেই হাউস অফ কমেন্সের রক্ষণশীল গোষ্ঠীর কমপক্ষে ২০ জন সদস্যের সমর্থন রয়েছে।
লড়াইয়ের ময়দানে থাকা সম্ভাব্য ৮ জন প্রার্থী হলেন, প্রাক্তন ট্রেজারি সেক্রেটারি ঋষি সুনাক, পররাষ্ট্র সচিব লিজ ট্রাস, ট্রেজারি সেক্রেটারি নাদিম জাহাউই, প্রাক্তন পররাষ্ট্র সচিব জেরেমি হান্ট, বাণিজ্য নীতি প্রতিমন্ত্রী পেনি মর্ডান্ট, হাউস অফ কমন্স কমিটির চেয়ারম্যান টম টুগেনধাত, ইংল্যান্ড এবং ওয়েলসের অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রাভারম্যান এবং প্রাক্তন সমতা প্রতিমন্ত্রী কেমি ব্যাডেনোচ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us