‘বিজেপির হাত ধরুন’, পওয়ারকে আর্জি মন্ত্রীর

author-image
Harmeet
New Update
‘বিজেপির হাত ধরুন’, পওয়ারকে আর্জি মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির হাত ধরুন’, শরদ পওয়ারকে আর্জি মন্ত্রীর। রামদাস আঠাওয়ালে জানান, শিবসেনা জোট থেকে বেরিসে এসে বিজেপির হাত ধরে মহারাষ্ট্রে সরকার গড়া উচিত এনসিপির। এনসিপি নেতা নবাব মলিক আগেই সাফ জানিয়েছেন, বিজেপি ও এনসিপির মতাদর্শ মেলে না। তাই জোট সম্ভব নয়। সে বিষয়ে অঠওয়ালের দাবি, কংগ্রেস, শিবসেনার সঙ্গেও এনসিপির মতাদর্শ মেলে না। তারপরেও যদি জোট হতে পারে, বিজেপির সঙ্গে কেন হবে না!

তিনি আরও বলেন, “আমি শরদ পওয়ারকে অনুরোধ করব সিদ্ধান্ত পরিবর্তনের জন্য। শিবসেনা থেকে তাঁদের সমর্থন প্রত্যাহার করা উচিত। কংগ্রেস তাঁদের ক্রমাগত হুঁশিয়ারি দিচ্ছে। কংগ্রেস নেতা ক্রমাগত শরদ পাওয়ারের সম্পর্কে বিতর্কিত কথা বলছে। তাঁর উচিত এনডিএ জোটে আসা।