'মমতা থাকতে বাংলা ভাগ হবে না'

author-image
Harmeet
New Update
'মমতা থাকতে বাংলা ভাগ হবে না'

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার ধূপগুড়িতে গিয়ে নাম না করে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ​



তিনি বলেন, 'যাঁরা বাংলা ভাগ চায় তাঁদেরকে চ্যালেঞ্জ করছি , মমতা থাকতে বাংলা ভাগ হবে না। আজ আমি ভোট চাইতে আসিনি, ক্ষমতা চাইতে এসেছি। তৃণমূল থেকে অনেকে মুখ ফিরিয়েছেন। তৃণমূল নির্বাচনের পাখি নয়। বিধানসভা ভোটের পর ১৪ মাসে বাংলায় আসা ডেইলি প্যাসেঞ্জারদের দেখা নেই। দরকারের সময় তৃণমূলকেই মানুষ পাশে পাবে। বিধানসভা ভোটে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আশানুরূপ ফল পায়নি তৃণমূল। এটা স্বীকার করতে আমার দ্বিধা নেই।'