খাবারের সন্ধানে লোকালয়ে হাতি, একাধিক বাড়ি ভেঙে তাণ্ডব

author-image
Harmeet
New Update
খাবারের সন্ধানে লোকালয়ে হাতি, একাধিক বাড়ি ভেঙে তাণ্ডব

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম  : ঝাড়গ্রাম জেলা জুড়ে শতাধিক হাতির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসীরা। শতাধিক হাতির মধ্যে ঝাড়গ্রাম বন বিভাগের অধীন বিভিন্ন এলাকায় রয়েছে ৬৩ টি দাঁতাল হাতি । অভিনব পদ্ধতিতে ওই হাতির দল ছোট ছোট ভাগে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে গিয়ে ঢুকে পড়ছে। খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে হাতি ঢুকে পড়ায় রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে । রাতের অন্ধকারে বাড়ির দরজা ভেঙে, জানালা ভেঙে, ধান ও চালের বস্তা টেনে বের করে খাচ্ছে হাতি। সন্ধ্যা হওয়ার পরেই হাতির তাণ্ডবের আতঙ্ক নিয়ে সারারাত না ঘুমিয়ে দিন কাটাতে হচ্ছে বহু পরিবারকে। যেভাবে একের পর এক এলাকায় হাতি ঢুকে তাণ্ডব শুরু করেছে তাতে যে কোনো সময় হাতির হামলায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।















সোমবার দিনভর ঝাড়গ্রাম জেলার নেদাবহড়া ,জারুলিয়া, লোধাশুলী, টুটুহা , সাঁওতালডিহা ,মানিকপাড়া গড় সালবনি ,পুকুরিয়া, পাচামি, চাঁদাবিলা সহ বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে অন্যান্য দিনের মতো বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙে দিয়েছে হাতির দল। মাটির বাড়ি ভেঙে দেওয়ার পাশাপাশি মাঠে গিয়ে যেমন ফসলের ক্ষতি করছে, তেমনি বিভিন্ন এলাকায় থাকা কলাগাছের বাগান ধ্বংস করে দিয়েছে হাতির দল। বিভিন্ন এলাকায় দলছুট হয়ে কয়েকটি হাতিও খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব শুরু করেছে। বনদফতরের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে বাড়িতে মদ রাখতে নিষেধ করা হয়েছে । মদ খেয়ে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। কিন্তু যেভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির দল তাণ্ডব শুরু করেছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন রাজ্য সড়কের ওপর হাতি চলে আসছে। যার ফলে যানবাহন চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। । তবে বনদফরের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।