দীঘা মোহনায় কয়েক টন ইলিশ

author-image
Harmeet
New Update
দীঘা মোহনায় কয়েক টন ইলিশ

নিজস্ব সংবাদদাতা: লকডাউনের খরা কাটার পর গত ১৪ জুন থেকে দীঘা মোহনায় মাছের খোঁজে পাড়ি দিয়েছিল কয়েকশো ট্রলার। আশা ছিল এবার হয়তো রুপোলি শস্য়ের দেখা মিলবে। কিন্তু আশায় জল ঢেলে দিয়েছিল আবহাওয়া। ইলিশের দেখা নেই বলে হাপিত্যেশ করেছে ট্রলারগুলোর মালিক থেকে শ্রমিক সকলে। আজ তাঁরাই আনন্দে আত্মহারা। দীঘা মোহনায় একসঙ্গে কয়েক টন ইলিশের দেখা মিলেছে বলে কথা। দীর্ঘ অপেক্ষার অবসান আজ।