New Update
/anm-bengali/media/post_banners/mVYtaYJBKl0bpjiU9J0z.jpg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতা নাইট রাইডার্সের পেস বোলার উমেশ যাদবের সামনে নতুন সুযোগ। কাউন্টি দল মিডলসেক্সে সই করেছেন তিনি। আগামী দিনে খেলবেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে। এছাড়াও রয়্যাল লন্ডন কাপেও তাঁকে খেলতে দেখার সম্ভাবনা রয়েছে। ক্লাবের ক্রিকেট কর্তা অ্যালান কোলম্যান বলেছেন, "পাকিস্তানের শাহিন আফ্রিদি দেশে ফিরে যাওয়ার পর আমরা একজন ভাল মানের বিদেশি বোলারের খোঁজ করছিলাম। আমরা ওর সঠিক পরিবর্ত খুঁজে পেয়েছি। উমেশই সেই ক্রিকেটার।"
👋 | WELCOME UMESH
Middlesex Cricket is delighted to announce the signing of India international, @y_umesh, for the remaining @CountyChamp matches as well as the @RoyalLondonCup campaign!
FULL STORY ⬇️ | #OneMiddlesex— Middlesex Cricket (@Middlesex_CCC) July 11, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us