পর্যাপ্ত বৃষ্টির অপেক্ষায় পাট চাষীরা

author-image
Harmeet
New Update
পর্যাপ্ত বৃষ্টির অপেক্ষায় পাট চাষীরা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বৃষ্টির অভাব। শুকনো নদী-খাল-বিল। কাটা পাট মাঠেই পড়ে শুকনো হচ্ছে।ফলে ক্ষতির মুখে ঘাটালের পাট চাষীরা। বর্ষার ভরা মরশুমে বৃষ্টির দেখা নেই। পুকুর নদী খাল বিলে জল নেই। আমন ধান রোপন আর জমির পাট ঘরে উঠবে কিভাবে? দুশ্চিন্তায় কৃষকরা।



পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দেওয়ানচক, বালিডাঙা, লক্ষ্মণপুর, সুলতানপুর,মনশুখা, দীর্ঘগ্রাম,জয়বাগ,সোয়াই সহ বিভিন্ন জায়গার কৃষকরা এখন বৃষ্টির অপেক্ষায়।কারণ মাঠের পাট আদায় করে ঘরে তুলতে গেলে পাট কাটার পর পাট জলে পচিয়ে পাট থেকে তবেই বের হবে পাটের আঁশ। কিন্তু এই মরশুমে বৃষ্টির অভাবে পুকুর বা খাল বিল এখনও খালি, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট ভেজানোর জল নেই নদী বা খালগুলিতে। তাই পাট আদায় নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পাট চাষীরা। কবে হবে মরশুমের বৃষ্টি? কৃষকরা তাকিয়ে আকাশের দিকে।



 

প্রসঙ্গত, গত বছর বর্ষার সময় টানা পাঁচবারের বন্যায় জমির ফসল ঘরে তুলতে পারেনি ঘাটাল মহকুমার কৃষকরা। এই বছর বার্ষায় মাঠ,ঘাট পুকুর এখনও শুকনো থাকায় তাই দুশ্চিন্তায় কৃষকমহল।