রাত ১২টার পরে উড়ালপুলে বাইকে চলাচলে নিষেধ

author-image
Harmeet
New Update
রাত ১২টার পরে উড়ালপুলে বাইকে চলাচলে নিষেধ

নিজস্ব সংবাদদাতা: মোটরবাইকে নিষেধাজ্ঞা বহাল রেখেই মধ্যরাতে শহরের উড়ালপুলে গাড়ি চলাচলে ফের সবুজ সঙ্কেত দিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, পুলিশ কমিশনার বিনীত গোয়েল শনিবার ওই নির্দেশ জারি করেছেন। তবে সরকারি ভাবে ঘোষণা না হলেও বিধাননগর কমিশনারেট এলাকায় গত দু’দিন ধরে মধ্যরাতে দু’টি গুরুত্বপূর্ণ উড়ালপুলে গাড়ি চলাচল শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, সম্প্রতি লালবাজারের কর্তাদের নজরে আসে, উড়ালপুল দিয়ে বেশি রাতে গাড়ি চলছে না। তার পরেই রাতে উড়ালপুলে বাইক ছাড়া বাকি গাড়ি চলাচলের নির্দেশ দেওয়া হয়। তবে যাতে উড়ালপুলে বাইক উঠে না পড়ে, তাই দু’দিকে পুলিশ মোতায়েন করা হচ্ছে। গাড়ির গতি কমাতে উড়ালপুলে ওঠার মুখে বসছে গার্ডরেলও।