এই তারিখে জন্মানো ব্যক্তিরা অহঙ্কারী হন

author-image
Harmeet
New Update
এই তারিখে জন্মানো ব্যক্তিরা অহঙ্কারী হন

নিজস্ব সংবাদদাতা: জন্মতারিখ একটা মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানান দেয়। জন্মতারিখ দেখে বলে দেওয়া যায় সেই মানুষটার ভবিষ্যৎ। প্রত্যেক মানুষের রয়েছে বেশ কিছু স্বভাবগত বৈশিষ্ট্য। কেউ জীবনে প্রচুর উন্নতি করেন আবার কেউ সারা জীবনই উন্নতির মুখ দেখতে পান না। কেউ খুব সরল প্রকৃতির হন। কেউ আবার একটু জটিল।

কিছু মানুষের মধ্যে দেখা যায় যে তাঁর বহু গুণের মধ্যে রয়েছে একটি বদগুণ— অহঙ্কার। এটা বেশ কিছুটা নির্ভর করে তাঁর জন্মতারিখের ওপর।

এ বার দেখে নেব কোন জন্মতারিখের মানুষ অহঙ্কারী হন—

যে জাতকের জন্মতারিখ ৪ হয়, বা যাঁদের জন্মতারিখের মুলাঙ্ক ৪ হয়, যেমন ৪, ২২, ১৩ বা ৩১। যে কোনও মাসের ৪, ২২, ১৩ বা ৩১ তারখে জন্মানো ব্যক্তিরা স্বভাবে একটু অহঙ্কারী হন। তবে এঁদের মধ্যে আরও বিশেষ কয়েকটি গুণ থাকে।

এঁদের ওপর সর্বদা মা লক্ষ্মীর কৃপা থাকে। ফলে এঁরা জীবনে খুব ভাল ভাবে প্রতিষ্ঠিত হন।

এঁরা ব্যবসার থেকে চাকরিতেই বেশি উন্নতি করে।

এঁরা সবাইকে নিয়ে থাকতে খুব পছন্দ করেন।

 এঁরা আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হন না।