রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পাল্টি খেতে চলেছে উদ্ধবের শিবসেনা!

author-image
Harmeet
New Update
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পাল্টি খেতে চলেছে উদ্ধবের শিবসেনা!

নিজস্ব সংবাদদাতাঃ এতদিন পর্যন্ত আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে যৌথ বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থন করার কথা বলেছিল শিবসেনা। আরও নির্দিষ্ট করে বললে উদ্ধব ঠাকরে শিবির। তবে, সোমবার (১১ জুলাই) তাঁদের এই অবস্থান বদলের জোরালো ইঙ্গিত মিলল। এদিন, মুম্বইয়ে দলের সকল সাংসদদের এক বৈঠকে আহ্বান করেছিলেন উদ্ধব। লোকসভার ১৯ জন সাংসদের মধ্যে ১৬ জন সেই বৈঠকে যোগ দেন। ১৬ জনই এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার পক্ষে মত দিয়েছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন উদ্ধব। প্রথম থেকেই বিরোধীরা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে দেখছিলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ঘর গোছানোর নির্বাচন হিসেবে। এমনকি, সেনাও প্রথমে বিরোধী প্রার্থীকেই সমর্থন দিতে রাজি ছিল। তবে, এখন শিবসেনা সাংসদরা অবস্থান বদলেছেন। তাঁদের মতে, রাষ্ট্রপতি নির্বাচনকে রাজনীতির ঊর্ধ্বেই রাখা উচিত। গজানন কীর্তিকার বলেছেন, ‘আমরা ইউপিএ প্রার্থী প্রতিভা পাটিলকে সমর্থন করেছিলাম। কারণ তিনি ছিলেন একজন মারাঠি মহিলা। তারপর, আমরা ইউপিএ প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করেছিলাম। উদ্ধবজি দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করার কথা ঘোষণা করবেন। কারণ তিনি একজন উপজাতীয় মহিলা। রাষ্ট্রপতি নির্বাচনকে আমাদের রাজনীতির বাইরে রাখা উচিত।’