পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে মোদীর কুশপুতুলে জুতোর মালা

author-image
New Update
পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে মোদীর কুশপুতুলে জুতোর মালা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিআইয়ের পক্ষ থেকে একটি অভিনব প্রতিবাদ। গরু গাড়িতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুলে জুতোর মালা পরিয়ে খড়্গপুর শহরের আইআইটি বাইপাস থেকে প্রায় এক কিলোমিটার পদযাত্রা হয়। এরপর স্থানীয় একটি পেট্রোল পাম্পে গিয়ে সেখানে তারা বিক্ষোভ দেখায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে। সিপিআইয়ের জেলা সহসম্পাদক আইয়ুব আলী জানিয়েছেন, আচ্ছে দিন দেখানোর স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলেছেন মোদির সরকার, তাই এই প্রতিবাদ।