New Update
/anm-bengali/media/post_banners/eF9TxTss65NYkjjw6uxn.jpg)
নিজস্ব সংবাদদাতা: উন্মোচন করা হয়েছে আর্জেন্টিনার নতুন জার্সি। বিশ্বকাপের আগে এই জার্সির উন্মোচন। লিওনেল মেসিকেও দেখা গিয়েছে তাঁর দেশের নতুন জার্সি গায়ে। প্রথম দল হিসেবে ২০২২ ফুটবল বিশ্বকাপের জার্সি প্রকাশ্যে আনল ল্যাটিন আমেরিকার এই দেশ। আর্জেন্টিনার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে অধিনায়ক লিওনেল মেসির নতুন জার্সি পরা ছবি পোস্ট করা হয়েছে।
Messi in the new Argentina jersey 😍 pic.twitter.com/Gaxr5tNU7w
— J. (@Messilizer) July 8, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us