'সূর্যের কী তেজ!'

author-image
Harmeet
New Update
'সূর্যের কী তেজ!'

নিজস্ব সংবাদদাতা: ৫৫ বলে ১১৭ রানের ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন তিনি। দল জিততে না পারলেও যাদবের শতরানে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররা। কিংবদন্তি সচিন তেন্ডুলকর বলেছেন, "অসাধারণ ইনিংস, সূর্য। পয়েন্টের ওপর দিয়ে স্কুপ শটে ছয় মারাটা এক কথায় দুরন্ত।" সেওয়াগের কথায়, "সূর্যের কী তেজ! উজ্জ্বলতম লাগছে। অবিশ্বাস্য সব স্ট্রোক খেলল।"