লস অ্যাঞ্জেলসে চলছে ভারতের অমৃত মহোৎসব

author-image
Harmeet
New Update
লস অ্যাঞ্জেলসে চলছে ভারতের অমৃত মহোৎসব

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের অমৃত মহোতসব এবার পালিত হল লস অ্যাঞ্জেলসে। 






ভারীতয় সঙ্গিত ও নৃত্যের দ্বারা এই উৎসবকে আকর্ষণীয় করে তোলা হয়। 






ভারতের যোগ ব্যায়ামের গুরুত্বও এই উৎসবের মাধ্যমে তুলে ধরা হয়। সঙ্গে ছিল ভারতীয় খাওয়ার। 






জাঁকজমকের সঙ্গে এই উৎসব পালন করা হয় লস অ্যাঞ্জেলসে।