বৃষ্টির কারণে বন্ধ হচ্ছে স্কুল

author-image
Harmeet
New Update
বৃষ্টির কারণে বন্ধ হচ্ছে স্কুল

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ভারী বৃষ্টির জেরে আগামীকাল থেকে তেলঙ্গানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পরিস্থিতি পর্যালোচনার জন্য মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। 


এর আগে এদিন মুখ্যসচিবও জেলার কালেক্টরদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে নীচু এলাকায় বসবাসকারী লোকজনকে বিশেষ ত্রাণ শিবিরে স্থানান্তর করা হতে পারে।