New Update
/anm-bengali/media/post_banners/7tgluFzEvzFIcSNaIQo4.jpg)
নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে আরও শক্তি বৃদ্ধি করতে পারে ভারতীয় জনতা পার্টি। ঘর ভাঙতে পারে কংগ্রেসের। কুলদীপ বিষ্ণোই শীঘ্রই বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছেন বলে মনে করছে ভারতীয় রাজনৈতিক মহলের একাংশ। অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে দেখা করে টুইটও করেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে।
Kuldeep Bishnoi meets Home Minister Amit Shah. pic.twitter.com/nReqkr4Iae
— Vijai Laxmi (@Vijai_Laxmi) July 10, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us