ফায়ারম্যান হিসাবে চাকরির সুযোগ

author-image
Harmeet
New Update
ফায়ারম্যান হিসাবে চাকরির সুযোগ

নিজস্ব সংবাদদাতাঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার মাধ্যমিক পাসে রয়েছে সরকারি চাকরির সুযোগ। তামিলনাড়ু পুলিশে চলছে নিয়োগ। তামিলনাড়ু পুলিশের ফায়ারম্যান হিসাবে রয়েছে চাকরির সুযোগ। মোট শূণ্যপদ ১২০ টি। তবে চাকরি প্রার্থীকে তামিল ভাষা জানতে হবে।

বয়স- জেনারেল- ১৮ – ২৬ বছর।

        এসটি, এসসি, তৃতীয় লিঙ্গ- ১৮ – ৩১ বছর।

         বিধবা- ১৮ – ৩৭ বছর

বেতন- ১৮,২০০ – ৬৭,১০০ টাকা।

আবেদনের জন্য তামিলনাড়ু পুলিশের ওয়েব সাইট ভিসিট করুন (https://tnusrb.tn.gov.in/cronlinerecruitment.php) । আবেদন মূল্য ২৫০ টাকা। আবেদনের শেষ দিন ১৫.০৮.২০২২।