New Update
/anm-bengali/media/post_banners/HZI7NgIDrXmvA2CZvNnF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ধানের জমিতে নিখুঁত ভাবে তামিল কবির চিত্রায়ন ফুটিয়ে তুলে নজির গড়লেন থাঞ্জাভুরের এক চাষি।
সঠিকভাবে ধানের গাছ বপনের মাধ্যমে তিনি তামিল কবি তিরুভাল্লুভারের ছবি নিজের জমিতে ফুটিয়ে তুলেছেন। ইতিমধ্যেই সারা ফেলেছে থাঞ্জাভুরের মালাইপ্পানাল্লুরের এই কৃষকের কৃতিত্ব।
এই বিষয়ে তিনি বলেন, "আমি বহু বছর ধরে জৈব চাষ করে আসছি। তিরুভাল্লুভার জৈব চাষ সম্পর্কে লিখেছেন এবং সেই পদ্ধতিতে আমি চাষ করে থাকি। তাকে শ্রদ্ধা জানাতে আমি এটি 2 ধরনের ধানের জাত দিয়ে তৈরি করেছি”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us