New Update
/anm-bengali/media/post_banners/gQAhKnKfQ50p8NR2dLfx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করোনাভাইরাসের জের, বাতিল হল কানওয়ার যাত্রা। এ কোভিডবিধি মেনে কানওয়ার যাত্রারসিদ্ধান্ত নিয়েছিল যোগী সরকার। রাজ্য সরকারকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট । সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল রাজ্যকে। তবে তার আগেই পিছু হটল সরকার। উত্তরপ্রদেশের তথ্য দফতরের অতিরিক্ত প্রধান সচিব নবনীত সেহগাল জানান,'উত্তরপ্রদেশ সরকারের আবেদনে সাড়া দিয়ে যাত্রা বাতিল করেছে কানওয়ার সঙ্ঘগুলি।' গতবছরও কানওয়ার যাত্রা বাতিল হয়েছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us