ওয়েলানের বোনকে ফোন করেছিলেন বাইডেন

author-image
Harmeet
New Update
ওয়েলানের বোনকে ফোন করেছিলেন বাইডেন

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পল ওয়েলানের বোনকে ফোন করেছিলেন। যিনি গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৬ বছর ধরে রাশিয়ার কারাগারে বন্দী রয়েছেন। 


মার্কিন নেতা এলিজাবেথ ওয়েলানকে বলেন, "তিনি যত তাড়াতাড়ি সম্ভব পলকে দেশে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ," সংবাদ সংস্থা এএফপিকে উদ্ধৃত করে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। ২০২০ সালে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে ওহেলানকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাকে ১৬ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।