New Update
/anm-bengali/media/post_banners/wOMjMMueOoE05KZAVIpF.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রুশ সেনা 'অবিরাম' গোলাবর্ষণ করেছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।
"পুরো ফ্রন্টলাইনটি অবিরাম গোলাবর্ষণের অধীনে রয়েছে," দোনেৎস্ক সামরিক প্রশাসনের প্রধান, পাভলো কিরিলেঙ্কো একটি টেলিগ্রাম বার্তায় বলেছএন। প্রতিবেশী লুগানস্ক অঞ্চলের শহরগুলি দখল করার পরিস্থিতি গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us