New Update
/anm-bengali/media/post_banners/aN0sVDkYq9RxMNGUcuK9.jpg)
নিজস্ব সংবাদদাতা : স্বতন্ত্র লোকসভা সাংসদ নবনীত রানা এবং তার বিধায়ক স্বামী রবি রানা শনিবার রসায়নবিদ উমেশ কোলের অমরাবতীর বাড়ির সামনে হনুমান চালিশা পাঠ করলেন। ২১ জুন বহিষ্কৃত বিজেপি নেতা নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করার জন্য নির্মমভাবে হত্যা করা হয় উমেশ কোলেকে। /)
এদিন অমরাবতীর সাংসদ নবনীত রানা বলেন, উমেশ কোলের হত্যাকারীদের জনসমক্ষে ফাঁসি দেওয়া উচিত যাতে দেশে এমন অপরাধের পুনরাবৃত্তি করার সাহস না হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us