New Update
/anm-bengali/media/post_banners/CZIeYpypF0ES6oX86Ilr.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের অমরনাথ মন্দিরের কাছে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। যার জেরে মৃত্যু হয়েছে একাধিক মানুষের।
নিখোঁজ রয়েছেন একাধিক। অমরনাথে মৃত্যু হল বাংলার পড়ুয়ার। মৃতার নাম বর্ষা মুহুরি। ভূগোলে এমএসসি পড়ছিলেন তিনি। মা এবং মামার পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন বর্ষা। জানা যাচ্ছে তাঁর মাও গুরুতর আহত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us