কফিন বন্দি হয়ে টোকিওতে ফিরল শিনজো আবের মরদেহ

author-image
Harmeet
New Update
কফিন বন্দি হয়ে টোকিওতে ফিরল শিনজো আবের মরদেহ

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানী টোকিও ছেড়ে নির্বাচনী প্রচার যাওয়ার সময় আত্মীয়-পরিবার, অনুগামীদের বলেছিলেন, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। জাপানের সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী শিনজো আবে বাড়ি ফিরলেন, তবে কফিন বন্দি হয়ে। টোকিও থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে নারা শহরে এক নির্বাচনী পথসভায় বক্তৃতা রাখার সময় গুলিবিদ্ধ হন আবে। তারপর অত্যন্ত গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টার পরেও শেষ অবধি আবেকে বাঁচানো সম্ভব হয়নি।

                                                            

আজ, শনিবার সকালে শিনজো আবের মরদেহ টোকিওতে আনা হল। টোকিওর রাস্তায় আবের কফিন বন্দি দেহ দেখে সবার চোখে জল। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা জাপান।