New Update
/anm-bengali/media/post_banners/Upz2bmgDSy3mvvx3F0Zr.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ এবার এনডিএ-র রাষ্ট্রপতির পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার ঘোষণা করল সমাজবাদী পার্টির একাংশ।
জানা গিয়েছে, সমাজবাদী পার্টির ওম প্রকাশ রাজভর, জনসত্তা দলের নেতা রঘুরাজ প্রতাপ সিং ওরফে 'রাজা ভাইয়া', বিএসপি নেতা উমা শঙ্কর সিং এবং সপা বিধায়ক শিবপাল সিং যাদব সহ বিরোধী দলের নেতারা এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us