/anm-bengali/media/post_banners/id4RzvIocxowyPgkesi5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি সময় অতিরিক্ত কাজ করেন? তাহলে সাবধান!
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে কাজ করে বছরে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালের গবেষণাপত্রে দেখা গিয়েছে, ২০১৬ সালে দীর্ঘ সময় কাজের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা হয় স্ট্রোকে না হয় হৃদরোগে মৃত্যু হয়েছে। মোট ৭,৪৫,০০০ লোকের মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যান ২০০০ সালের তুলনায় প্রায় ৩০% বৃদ্ধি পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিভাগের পরিচালক মারিয়া নেইরা বলেন, "প্রতি সপ্তাহে ৫৫ ঘন্টা বা তার বেশি কাজ করা স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে।" হু এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা দ্বারা উত্পাদিত যৌথ গবেষণায় দেখা গিয়েছে যে বেশিরভাগ ভুক্তভোগী (72%) তারা পুরুষ এবং মধ্যবয়স্ক বা বয়স্ক ছিল।
আরও খবরঃ http://anmnews.in/?p=210465 / http://anmnews.in/?p=210462
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us