নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার রাশিয়ার কোম্পানিগুলোকে তেল নিষেধাজ্ঞা ও ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের জন্য প্রস্তুত থাকার জন্য সতর্ক করে দিয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। তিনি বলেন, আপনারা জানেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞাসহ আরেকটি নিষেধাজ্ঞা প্যাকেজ চালু করেছে। দেশীয় কোম্পানিগুলোকে এই সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জ্বালানি ও জ্বালানি কমপ্লেক্সের সর্বশেষ বৈঠকে এ ধরনের বিধিনিষেধের সম্ভাবনার কথা বলেছি"।