/anm-bengali/media/post_banners/9cRImvQhwexG4F9bfZLs.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ কাঁসাই জুড়ে বালি চুরি, মুখে কুলুপ প্রশাসনের। এমন খবর বারবার উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এবার সেই বালি চুরি নিয়ে নড়েচড়ে বসেছে দাসপুর ১ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। লাগাতার অভিযান চলছে দাসপুর ১ ব্লকের কাঁসাইয়ের পাড় জুড়ে। এমনই এক অভিযানের ছবি উঠে এসেছে দাসপুরের তেমুনি স্টিল ব্রিজ থেকে কাঁসাই নদী বরাবর দাসপুরের যদুপুর পর্যন্ত। দাসপুর পুলিশকে সঙ্গে নিয়ে দাসপুর ১ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক কৌশিক সামন্তের এই অভিযানে পুলিশ বালিপাচার কাণ্ডে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বেশকিছু বালি তোলার সরঞ্জাম।
ভূমি রাজস্ব আধিকারিক কৌশিক সামন্ত বলেন, 'বালি পাচার কাণ্ডে যুক্ত শ্রমিক থেকে সেই সব ব্যক্তি যাদের জমিতে অবৈধভাবে নদী থেকে তোলা বালি রাখা হচ্ছে তারাও সমান দোষী। বিষয়টি এলাকাবাসীদের বোঝানো চলছে,কোনোভাবেই সরকারি প্রমাণ না দেখে এলাকাবাসীরা যাতে এই বালি তোলাতে ওদেরকে না মদত দেয়।' অন্যদিকে কৌশিক বাবু আরও জানান,জেলা শাসকের তরফে বর্তমানে দাসপুর ১ ব্লক জুড়ে মোট দুটি বৈধ বালি খাদান আছে তাদের মধ্যে একটি রাজনগর গ্রাম পঞ্চায়েতের গোকুননগরে অন্যটি নাড়াজোল এলাকার রামদাসপুরে।
তবে দাসপুর জুড়ে কাঁসাইয়ের ভৌগলিক অবস্থান এবং নদীতে বালির গভীরতার বিচারে এলাকায় বেশ কয়েকটি বালি খাদানকে বৈধতা দেওয়া হতে পারে। মোটের উপর প্রশাসনের তরফে নদীতে চুরি করে বালি তোলার যে প্রবনতা আর তার জেরে রাজস্বে যেহারে ফাঁকি তা রোধ করতে তৎপর পুলিশ প্রশাসন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us