২২ কেজি গাঁজা সহ গ্রেফতার ৪

author-image
Harmeet
New Update
২২ কেজি গাঁজা সহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক, মেদিনীপুরঃ গাঁজা নিয়ে আসার সময় খড়্গপুরের নিমপুরা এলাকা থেকে চার যুবককে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ । অভিযুক্ত এই চার  যুবকের কাছ থেকে প্রায় বাইশ কিলো গাঁজা উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ । তদন্ত করতে গিয়ে চক্ষু চড়কগাছ হয় খড়্গপুর টাউন থানার পুলিশের। তাঁরা তদন্তে নেমে জানতে পারে এই চার অভিযুক্ত খড়্গপুর শহরসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। একাধিক সিসিটিভি তে যার অভিযুক্তদের ছবি রয়েছে। অভিযুক্তরা হলেন সুরেশ কুমার যাদব,টি ভেঙ্কট রাও,উজ্জ্বল স্বর্ণকার,ছোটু কেসরিয়া । কদিন আগে খড়্গপুর শহরের বিদ্যাসাগরপুর এলাকায় এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের স্ত্রীর গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। আজ  তাদের সিসিটিভি দেখে শনাক্ত করেছেন খড়্গপুর টাউন থানার পুলিশ । অভিযুক্ত চারজনকে রবিবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হবে ।