New Update
/anm-bengali/media/post_banners/a2BTov0QByRuSNJttBK2.jpg)
নিজস্ব প্রতিনিধি-সপরিবারে বেশ মজার সঙ্গে ছুটিতে মেতেছেন রাজ-শুভশ্রী ও ইউভান।এবারে তাদের ছুটি কাটানোর ঠিকানা জামাইকা।নীল সমুদ্রে রোদ পোহাচ্ছেন টলিউডের প্রথম সারির এই জুটি।
​
ইতিমধ্যেই এই জুটি সেই ছবি শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পর্দায়। রাজ চক্রবর্তীর নতুন ছবি 'হাবজি গাবজি'র সাফল্যের পরেই ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিয়েছেন এই জুটি। এদিকে তাদের ছোট্ট ছেলে ইউভানও মেতেছে সেই ছুটির আনন্দে।এক ছবিতে ইউভানকে বালিতে বসে খেলা করতেও দেখা যায়।সমুদ্রের মাঝে ইউভানকে কোলে নিয়ে এক মিষ্টি ছবিও ভাগ করেছেন এই জুটি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us