New Update
/anm-bengali/media/post_banners/tvVks2mRa7IuHiOhduKL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সকালে নারা শহরে নির্বাচনী প্রচার সভা চলাকালীন গুলিবিদ্ধ হন শিনজো আবে। এই ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি সবাই আমার মতোই বিস্মিত এবং দুঃখিত। তাইওয়ান ও জাপান উভয়ই আইনের শাসনসহ গণতান্ত্রিক দেশ। আমার সরকারের পক্ষ থেকে এই ধরনের সহিংস ও বেআইনি কাজের তীব্র নিন্দা জানাচ্ছি'।
তিনি আরও বলেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী আবে তিনি শুধু আমারই বন্ধু নন, তাইওয়ান জনগণেরও একজন প্রকৃত বন্ধু। তিনি অনেক বছর ধরে তাইওয়ানকে সমর্থন করেছেন। তাইওয়ান-জাপানের সম্পর্ক এগিয়ে নিয়ে গেছেন'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us